29 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়


বিএনএ,ক্রীড়া ডেস্ক :এবার ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে সফরকারীদের হারিয়েছে ১৫০ রানের ব্যবধানে।

অসাধারণ এই জয়ে সবচেয়ে বড় অবদান তাইজুল ইসলামের। তার ঘূর্ণিতে চতুর্থ দিন সফরকারীরা ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১৩ রানে হারায় ৭ উইকেট। যার চারটি উইকেট নেন তাইজুল।

পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল তিন উইকেটের।  মিচেল কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। নাঈম হাসান তাকে ৫৮ রানে থামালে বাংলাদেশ জয়ের কাছাকাছি চলে আসে।

নবম উইকেটে সাউদি বেশ আক্রমণাত্মক ব্যাটিংয়ে কমাতে থাকেন রানের ব্যবধান। শেষ পর্যন্ত তাকে ৩৪ রানে থামিয়ে জয়টা তরান্বিত করেছেন তাইজুল।

জয়ের অন্যতম কারিগর তাইজুল দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নিয়েছেন। সব মিলে নিয়েছেন ১০টি। টেস্টে ১২তম বারের মতো ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম।

নাঈম হাসান দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নিয়েছেন দুইটি উইকেট। একটি করে উইকেট তুলে নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ