Bangladesh News Agency -bna
Home » ইরানে ক্লিনিকে গ্যাস বিস্ফোরণে নিহত-১৯
বিশ্ব-পরিক্রমা সব খবর

ইরানে ক্লিনিকে গ্যাস বিস্ফোরণে নিহত-১৯

বিএনএ,বিশ্ব ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে একটি ক্লিনিকে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার(৩০ জুন) উত্তর তেহরানে এ ঘটনা ঘটে। সরকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ক্লিপ পোস্ট করা হয়। একটি ভিডিওতে ওই ক্লিনিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর বড় মই দিয়ে ওই ক্লিনিক ভবনের ছাদে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা গৌদারজি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, তেহরান বিস্ফোরণের সঙ্গে নাশকতার কোনো যোগসূত্র নেই। এটি একটি দুর্ঘটনা। গ্যাস লিক হয়েই সিনা আথার নামে ওই ক্লিনিকে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেন তিনি।

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জনই নারী। বাকিরা পুরুষ।

আর করিম চৌধুরী

আরও পড়ুন

পুরুষ সেজে কিশোরীকে ধর্ষণ!

RumoChy Chy

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

mintu

দলে দলে ডাক্তার ও সেবা কর্মী যাচ্ছে হুবেই প্রদেশে

bnanews24