Bangladesh News Agency -bna
২৪ ঘণ্টায় আরো ৩৮পুরুষ ও ৩ নারীর মৃত্যু
Home » ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আরো ৩৮পুরুষ ও ৩ নারীর মৃত্যু
Uncategorized

২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আরো ৩৮পুরুষ ও ৩ নারীর মৃত্যু

বিএনএ,ঢাকা: বাংলাদেশে মঙ্গলবার (৩০ জুন) থেকে বুধবার (১ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত(কোভিড-১৯) হয়ে মৃত্যুবরণ করেছেন৷ তারমধ্যে পুরুষ ৩৮ এবং নারী তিনজন। একই সময়ে নতুন করে আরও ৩,৭৭৫ জন শনাক্ত হন। ফলে দেশে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এখন ১,৪৯,২৫৮ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৮৮ জনে।

বুধবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬,৮৯৮টি। পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৭,৮৭৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭,৮৪,৩৩৫টি।

অধ্যাপক ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৪৮৪ জন। সুস্থতার মোট হার ৪১.৬১ শতাংশ। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.১২ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.০৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।”

বিএনএ/এসজিএন