31 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস খাদে,আহত ২৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস খাদে,আহত ২৪

সাতকানিয়ায় বাস দুর্ঘটনা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে গেছে। এতে অন্তত বাসের ১৪ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আজ সোমবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সাতকানিয়া নয়াখাল তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস.এম হুমায়ুন কার্ণায়েন বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহতরা হলেন আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আক্তার (২৫), একরাম (৩২), মুহাম্মদ নাসির উদ্দিন (২৭), মোহাম্মদ আব্দুল্লাহ (১২), মুহাম্মদ সরওয়ার কামাল (৩৫), আবুল হাশেম (৪৫), জেসমিন আক্তার (৩৫), মুহাম্মদ জায়াদ (৫), ফরিদা আক্তার (১৭), মাহমুদা খাতুন (৬০) ও হাসান নুর(১৮) সহ আহত ১৪।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস.এম হুমায়ুন কার্ণায়েন বলেন,  আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছি। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করেছি।

এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ