আগে শুনা যেত আন্দামান ও নিকোবর দ্বিপুঞ্জে সৃষ্ঠি হওয়া লঘু চাপ এই উপমহাদেশে ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতো। কিন্ত এখন পূর্ব এশিয়ার দক্ষিণ চীন সাগরে সৃষ্ঠি হওয়া লঘু চাপ ঝড়ের আকার হয়ে চলে আসছে বঙ্গোপসাগরে। এখানে আরো শক্তি সঞ্চয় করে প্রচন্ড ঘূর্ণিঝড়ের রুপ নিয়ে আঘাত হানছে ভারতও বাংলাদেশে।
গত শনিবার ঘূর্ণিঝড় বুলবুল তছনছ করে দিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল। সেই রেশ কাটতে না কাটতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’। দক্ষিণ চীন সাগরে তৈরি ‘নাকরি’ বুলবুলের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে বলে জানাচ্ছে ভারতীয় বেসরকারি আবহাওয়া দপ্তর স্কাইমেট।
ইতোমধ্যে ভারতের কয়েকটি প্রদেশে আগাম সতর্কতা দেয়া হচ্ছে।ঘূর্ণিঝড় ‘নাকরি’ ধীরে ধীরে ভিয়েতনাম ও থাইল্যান্ড হয়ে সাগর পথে সামনে ছুটে আসছে। তার চোখ বঙ্গোপসাগরের দিকে।সেখানে বৃষ্টিপাত ঘটিয়ে মিয়ানমারের দক্ষিণ অংশে এসে পৌঁছাবে। তারপরেই প্রায় সমস্ত শক্তি ক্ষয় করে বঙ্গোপসাগরের ওপরে আসবে।
স্কাইমেট ঘূর্ণিঝড় ‘নাকরি’ সম্ভাব্য গতিপথ সম্পর্কে নিশ্চিত কিছু বলতে না পারলেও সেটি বুলবুলের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে বলে দাবি করে বলছে, এটি বুলবুলের পথ ধরে আগাতে পারে। তবে মিয়ানমারের আরাকান উপকূল হয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ত্রিপুরা হয়ে মেইনল্যান্ডের দিকে উড়ে যেতে পারে।
বিএনএনিউজ২৪.কম/এসজিএন,আরকেসি, এহক।