দিনাজপুরে হঠাৎ বেড়ে গেছে লবনের দাম। গুজবে জেলাজুড়ে লবন নিয়ে চলছে লংকাকাণ্ড। মূল্যবৃদ্ধি ও মজুত রেখে ক্রেতাকে না দেয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।
১৫ টাকার খোলা লবন প্রতিকেজি ৫০ টাকা এবং প্যাকেটজাত ৩৫ টাকার লবন একশ থেকে দেড়শ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে।
প্রয়োজনের চাইতে অনেক বেশি লবন মজুত করেছে কোন কোন পরিবার। ৫ থেকে ১০ কেজি পর্যন্ত ক্রয় করেছে লবন অনেকে। বিভিন্ন দোকানে লবন ক্রয় করতে উপচে পড়া ভিড় দেখা গেছে। ভিড়ের কারণে শহরের বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
এগুজব এড়াতে মাইকে প্রচারের পাশাপাশি বাজার মনিটরিং সেল গঠন করেছে জেলা প্রশাসন। বেশি দামে মূল্যে লবন বিক্রির অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন,দিনাজপর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
বিএনএনিউজ২৪.কম/আর করিম চৌধুরী,এস জি নবী, এহক।