এসএ গেমসে ফুটবলে স্বর্ণ জয়ের লক্ষ্যে আজ মিশন শুরু করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তদের প্রতিপক্ষ ভুটান। নেপালের দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার(২ ডিসেম্বর)দুপুর সোয়া ১টায় ম্যাচ শুরু হবে।
২০১০ সালে এসএ গেমসে ঘরের মাঠে ফুটবলে সবশেষ স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবারও নেপালে ফেভারিট হিসেবেই শুরু করবে জেমি ডে’র শিষ্যরা। জামাল-সাদ-ইয়াসিনদের নিয়ে একরকম জাতীয় দল-ই খেলছে গেমসে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এবারে খেলা হচ্ছে।খেলছে না ভারত ও পাকিস্তান। দুই শক্ত প্রতিপক্ষ না থাকায় চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প ভাবছেন না জামাল-জীবনরা।
জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে বলেছেন, আজকের ম্যাচটা কঠিন হবে। তবে ভূটানের চেয়ে বাংলাদেশ ভালো দল। এই ম্যাচে কৌশলে পরিবর্তন করা হবে। দলের সবাই ফিট আছে। জয় দিয়ে শুরুটা হবে বলে আশা করেন তিনি।
বিএনএনিউজ২৪.কম/আর করিম চৌধুরী,এস জি নবী