ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাম্মুরি। স্থানীয়ভাবে ডাকা হয় টিসয় বলে। হাজার হাজার উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ফিলিপাইনে ডিসেম্বরে কদাচিৎ ঘূর্ণিঝড় হয়। এ টাইফুন যেন ব্যতিক্রম। আশংকা করা হচ্ছে মঙ্গলবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি ম্যানিলাসহ উপকূলীয় এলাকাসমূহে আঘাত হানতে যাচ্ছে। এ ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি তিন টাইপের। আলবে প্রদেশে থেকে এক লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক ভূমিধসের আশংকা রয়েছে। ফিলিপাইন নিউজ এজেন্সিরবরাত দিয়ে সিএনএন এ সংবাদটি পরিবেশন করেছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫০ কিমি গতিবেগে এগিয়ে আসছে। ধারনা করা হচ্ছে এটি ১৮৫ কিমি গতিবেগে ঝড়ো হা্ওয়া সহ আঘাত হানবে।
সম্পাদনায় : আবির হাসান