সাতক্ষীরা শহরে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)।সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ পেয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সে সময় জেলা প্রশাসক বলেন, প্রতিদিন এক হাজার কেজি করে আগামী তিন দিন পেঁয়াজ বিক্রি করা হবে। ক্রেতারা ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করতে পারবেন। বিশৃঙ্খলা না করে সারিবদ্ধভাবে পেঁয়াজ ক্রয় করা জন্য ক্রেতাদের প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে, পেঁয়াজ বিক্রির শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের ভিড় জমে যায়। পেঁয়াজ ক্রয় করতে ছুটে আসেন ক্রেতারা। ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ ক্রয় করছেন ক্রেতারা। পাশেই সুলতানপুর বড় বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।আর সরকারিভাবে ৪৫ টাকায় পেঁয়াজ পাওয়ায় খুশী সাধারণ মানুষ।
বিএনএনিউজ২৪.কম/আর করিম চৌধুরী,এস জি নবী