ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।এই পুরস্কার নিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি।সোমবার(২ ডিসেম্বর) রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ –এর পুরস্কারটি মেসির হাতে তুলে দেয়া হয়। এতোদিন সমান পাঁচবার করে পুরস্কারটি জয়ের রেকর্ড ছিল মেসি ও রোনালদোর।
সবশেষ ২০১৫ সালে ব্যালন ডি’অর জেতেন মেসি। এরপর পরপর দুই মৌসুমে এই পুরস্কার জেতেন রোনালদো; আর গত মৌসুমে মেসি-রোনালদোকে টপকে ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মডরিচ।ব্যালন ডি’অর জিততে লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি।
এবার ৩০ জনের তালিকায় ফেভারিট থাকা মেসি গত মৌসুমে অসাধারণ সময় কাটিয়েছেন।বার্সেলোনাকে লা লিগা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কাতালান ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ও কোপা দেল রের ফাইনালে ওঠাতেও এই আর্জেন্টাইন তারকার বড় অবদান ছিল ।ক্লাব পর্যায়ে ব্যক্তিগত নৈপুণ্যে আরও বেশি উজ্জ্বল ছিলেন বার্সেলোনার অধিনায়ক। লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন বুট।
চ্যাম্পিয়নস লিগেও ১২ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। সবমিলিয়ে ৫০ ম্যাচে ৫১টি গোল করেছেন।গোলরক্ষকের ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন ব্রাজিলের আ্যলিসন বেকার।
বিএনএনিউজ২৪.কম/আর করিম চৌধুরী,এস জি নবী