34 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝড়-বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝড়-বৃষ্টি

ঝড়-বৃষ্টি

বিএনএ ঢাকা: তাপদাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। বৈশাখের বৃষ্টিতে স্বস্তি মিলেছে খরতাপে দগ্ধ  নগরবাসীর। শনিবার(১৭ এপ্রিল) ভোরে অপেক্ষার অবসান ঘটিয়ে গোটা নগরীকে ভিজিয়ে গেল বৃষ্টি ।

কিছুক্ষণের বৃষ্টিতে কয়েকদিন তাপদাহে উত্তপ্ত জনজীবন মুহূর্তেই শীতল হয়ে উঠে। তবে বৃষ্টির সঙ্গে বয়ে যায় ঝড়ো বাতাসও।

রাজধানী ছাড়াও শনিবার ভোরে চট্টগ্রাম, ফেনী,খাগড়াছড়ি,রাঙ্গামাটি, ময়মনসিংহ,সিলেট বিভাগসহ গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়।

এদিকে, আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ